হিলি প্রতিনিধি: আসন্ন ৬তম উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১ম ধাপের নির্বাচনে অংশগ্রহণ করতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস-চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন সহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস-চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন সহ মোট ৭ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
এই নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শিমুল সরকার জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে, হাকিমপুর পৌরসভার রাজধানির মোড়ের বাসিন্দা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো হারুনুর রশিদ হারুন মুন্সি পাড়া নিবাসী মোঃ কামকল হোসেন রাজ ওআলীহাট ইউনিয়ন ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে হাকিমপুর পৌরসভার শান্তির মোড় এলাকার বাসিন্দ বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন এবং আলী হাট ইউনিয়নের বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই সঙ্গে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাকিমপুর পৌরসভার তারকাটা এলাকার বাসিন্দা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার ও হাকিমপুর পৌর এলাকার বাসিন্দা মোছাঃ নুরুন্নাহার বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী- প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।