ইফাবা ডিজির সাথে হোগলপাতিয়া দারুচ্ছুনাত ছালেহিয়া দিনিয়া মাদ্রাসার সৌজন্য সাক্ষাত

মাদারীপুর প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সাথে আজ শনিবার সৌজন্য সাক্ষাত করেছেন হোগলপাতিয়া দারুচ্ছুনাত ছালেহিয়া দিনিয়া মাদ্রাসা ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং,মাদ্রাসা মাদারীপুর।
এ সময় মাদারীপুর সরকারী সমন্বিত ভবনের অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আব্দুস সালাম খান(সেলিম) ও (সিনিয়র জেলা ও দায়রা জজ) মহোদয় কে সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান হোগলপাতিয়া দারুচ্ছুনাত ছালেহিয়া দিনিয়া মাদ্রাসা ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং,মাদ্রাসা,মাদারীপুর । তারা মহাপরিচালকের সাফল্য ও দীর্ঘজীবন কামনা করেন। মহাপরিচালক আঃ ছালাম খানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন দেশে ইসলামের প্রচার প্রসারে আরো তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা    রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা মহাপরিচালকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় জেলা প্রশাসক জনাব ইয়াসমিন আক্তার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর পরিচালক , জনাব মোঃ জাকির হোসেন, মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল জনাব মোঃ লুৎফর রহমান খান, দারুল আকরাম প্রকল্প এর পরিচালক ইফার ডিডি, মাদারীপুরসহ মাদ্রাসা কমপ্লেক্সে পরিচালনা কমিটির সভাপতি, জনাব মাওঃ মুহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, এডভোকেট মোঃ হেমায়েত হোসিইন, শিক্ষকমণ্ডলী ও ছাত্রগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি তার বক্তিতায় মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর জন্য সহযোগিতা চান এবং তিনি তার অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button