
ফৌজিয়া,ফরিদপুর প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির জাতীর দেশ মাতৃকার মুক্তির দিন। দীর্ঘ ৯ মাস পাকিস্থানী হানাদারের বিরুদ্ধে রক্ত নদী পেরিয়ে বিজয়ের দিন।
দিবসটি উপলক্ষে ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদায় পালিত হয় মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজীত বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সুর্য্যোদয়ের সাথে সাথে থানা চত্তরে ৩১ বার তোপধনির মাধ্যমে বিজয় দিবসের সুভ সুচনার মধ্যদিয়ে শুরু হয় কার্যক্রম। সূর্য্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী বে সরকারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন,সকাল ৮.৩০ মিনিটে উপজেলার রাজার চর ওয়াজিবুল্লাহ কান্দী গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন, সকাল ৯টা ৩০ মিনিটে সদরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওত্তোলন ও সালাম গ্রহন,পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, কাবস্কাউট এবং স্কুল কলেজের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহনে মার্চপাষ্ট ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অন্যান্য কার্যক্রমের মধ্যে আরো ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।
বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মিয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বিকেল ৩ টায় উপজেলা পরিষদ পার্কে চারু, কারু,ও স্থানীয় ভাবে উৎপাদিত পন্যের ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন। বিকেল ৪.১৫ মিনিটে সদরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা একাদশ ও সুধী একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবস
পালিত হয়েছে।




