নওগাঁয় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্টে জরিমানা আদায় ও হর্ন জব্দ

কামরুল হাসান জীবন, নওগাঁ: ৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব *মোহাইমিনুল ইসলাম মামুন* এর নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণ বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির কারণে ৩টি ট্রাকের মালিকের কাছ থেকে মোট *১ হাজার ৪০০ টাকা জরিমানা* আদায় করা হয়। একই সঙ্গে *হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস* করা হয়।

এছাড়া শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক *মোঃ নাজমুল হোসাইন*।
এ অভিযানে *নওগাঁ জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল* নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম *নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button