সিলেটে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ছাতক

 (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট রেঞ্জের জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সভাটির সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সঞ্চালনা করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নাছির উদ্দিন আহমেদ। সভায় ডিআইজি মহোদয় পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পাথর-বালু অবৈধ উত্তোলন বন্ধ, সীমান্ত এলাকায় ক্রস পেট্রোল, রাত্রিকালীন টহল বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ, মাদক উদ্ধার ও পর্যটন এলাকায় কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধস মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন সাফল্যের জন্য পুরস্কৃত হন কর্মকর্তারা। মামলা নিষ্পত্তিতে অবদানের জন্য সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, চোরাচালান পণ্য উদ্ধারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, আইন-শৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং মাদকদ্রব্য উদ্ধারে হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বিশেষ সম্মাননা পান। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার লাভ করেন সুনামগঞ্জের ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল কাদের। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার মোহাম্মদ আবু সাঈদ (পিপিএম) এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন হবিগঞ্জ সদর মডেল থানার আব্দুস সামাদ আজাদ। সভায় সিলেট রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি রেঞ্জের সকল জেলার পুলিশ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button