
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি: ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
রাবি মেইন গেটে আধা ঘণ্টা অবস্থানের পর নগরের তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা ‘দশম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই’, ‘আমাদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না’, ‘প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গিকার’, ‘সিন্ডিকেটের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে আইসিই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাসান হাওলাদার বলেন, আমাদের যে তিনদফা দাবি সেটা খুবই যৌক্তিক একটা দাবি৷ প্রকৌশল কে বলা হয় বিশিষ্ট খাত৷ কিন্তু, আমরা দীর্ঘদিন ধরেই অবহেলিত। ডিপ্লোমারা এমন একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে, ২০১৩ সালের সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে দশম গ্রেডে তারা ১০০% গোটা নিয়ে নিয়েছে। কিন্তু, পূর্বে দশমীদের সবাই আবেদন করতে পারত। আমরা বিএসসি পাস করে বিসিএস দিয়ে রিটেন দিয়ে নবম গ্রেডে যাই কিন্তু তারা কয়েক বছর চাকরি করার পরে পাচঁ সাত বছর পরেই তারা সেখানে চলে যায়।
আমাদের বুয়েটের এক সহকারি প্রকৌশলী ভাইকে তারা সরাসরি জবাই করার হুমকি দিয়েছে। আমাদের বেশ কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। কিছু সংখ্যক পুলিশ অতি উত্তেজনাপূর্ণবশত হয়ে সাউন্ড গ্রেনেড হমলা করেছে৷
এছাড়াও ইলেক্ট্রনিক এবং ইলেট্রিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, আমাদের আন্দোলনটা মূলত দশম গ্রেড কে কেন্দ্র করে। দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই পরীক্ষা দিতে পারে সেখানে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনাে সুযোগ নাই৷ ছয় মাস ধরে আমাদের আন্দোলন চলছে, আমাদের দাবি তারাও পরীক্ষা দিবে আমরাও পরীক্ষা দেবো দশম গ্রেডে যারা টিকবে তারাই চাকরি পাবে কিন্তু তারা এটা মানছে না৷
আমাদের এই যৌক্তিক আন্দোলনের ওপর ইনটেরিমের পুলিশ হামলা চালিয়েছে। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এর বিচার দাবি করছি




