
মোঃশাহানজিদ উদ্দিন সোহান,ঝিনাইদহ : ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শেষে আজ (১৪ আগস্ট, বৃহস্পতিবার) দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আব্বাস আলী, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; রবিউল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক, মহেশপুর শাখা; সামসুল আলম, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব; মোয়াজ্জেম হোসেন, সভাপতি, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আব্দুল মতিন, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এনামুল হক, সচিব, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং
কানিজ ফাতেমা জ্যোতি, প্রশিক্ষক, এসএমই ফাউন্ডেশন।
বক্তারা বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তারা বলেন, সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্তরা এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহে আরও এমন উদ্যোগ নেওয়ার জন্য, যাতে প্রশিক্ষণ শেষে তারা নিজস্ব ব্যবসা গড়ে তুলে প্রকৃত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।