
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি : বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোডে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তাঁরা ‘যোগ্যতা আছে,প্রাপ্যতা নাই লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, ‘ট্রান্সপারেন্সি, সার্ভিস কেয়ার এডমিনিস্ট্রেশন ইভরিহয়াইর’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, “আমরা এখানে বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে দাড়িয়েছি।কিন্তু সরকার কীভাবে অন্তর্ভুক্ত করবে তা সরকার জানে। কিন্তু লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতেই হবে।”
একই বিভাগের সিনিয়র শিক্ষার্থী জান্নাতুন নাঈম তুহিনা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় এই দাবি আরও যৌক্তিক হয়ে উঠেছে। দীর্ঘ বছর ধরে একই বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু লোকপ্রশাসনের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের শীর্ষস্থানীয় একটি বিভাগ এখনো অবহেলিত। সরকার, সুশাসন, নৈতিকতা, বিধি প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো—আমাদের পাঠ্যক্রমে সবই অন্তর্ভুক্ত। অথচ শিক্ষা ক্যাডারে আমাদের জায়গা নিশ্চিত হয়নি। এই বৈষম্যের অবসান চাই, এবং এজন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মাধ্যমিক পর্যায়ের ‘পৌরনীতি ও সুশাসন’ বইয়ের বহু বিষয় আমাদের পাঠ্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই শিক্ষা সংস্কারের চলমান প্রক্রিয়ায় লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করা জরুরি। অবহেলার চোখে দেখা বন্ধ করতে হবে, নইলে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো।