ছাতকে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” উপলক্ষে আলোচনা সভা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ”– এই প্রতিপাদ্যে ছাতকে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজের উন্নয়নে এবং একটি বৈষম্যহীন টেকসই সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অধিকার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি,এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেক আহমদ ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি শাকির আমিন ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সভাপতি মোশাহিদ আলী তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি গোলাপী বিশ্বাস সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের অংশগ্রহণ, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ নির্মাণ ও সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button