ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টারঃ জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় পটুয়াখালী সদর উপজেলার পুরাতন আদালতপাড়া এলাকায় এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় ‘চলমান ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশার আবাসস্থল চিহ্নিতকরণ ও ধ্বংসের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. খালেদুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও ক্যাম্পেইনে ব্র্যাকের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধান কার্যালয়ের সিনিয়র স্পেশালিস্ট (মনিটরিং ও ইভ্যালুয়েশন) মোঃ রফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের কীটতত্ত্ববিদ ইশরাত জাহান, ব্র্যাক পটুয়াখালীর জেলা সমন্বয়ক মোঃ নেফাজউদ্দিন, জেলা ব্যবস্থাপক (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) মোঃ আব্বাছ আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম) দেবাশীষ হালদার, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) সঞ্জয় কুমার বিশ্বাস, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) মোছাঃ করবী কানন শিশির এবং কর্মসূচি সংগঠক (স্বাস্থ্য কর্মসূচি, সদর) মোঃ শাহিন মিয়া।
ব্র্যাক সূত্রে জানা গেছে, এ কার্যক্রম শুধু সদর উপজেলাতে সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে জেলার আটটি উপজেলাতেই ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় ক্লিনিং ক্যাম্পেইন পরিচালিত হবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিংও পরিচালনা করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button