
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত দিয়ে ১৯ ও কমলগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ে এলাকার ধলই সীমান্ত দিয়ে ৬ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ১৯ জনকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই ১৯ জন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থায় নেয়। জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ১৯ জনকে উল্লেখিত স্থান থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানা হেফাজতে নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, আটককৃত ১৯ জন বাংলাদেশের শরীয়তপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার নাগরিক । তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে সবকিছু যাচাই-বাচাই পূর্বক তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে পুলিশ হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ভারতের মুম্বাই শহরসহ বিভিন্ন স্থানে কর্মরত ছিল। তাদের নাম ঠিকানা যাচাই পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হবে জানা গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজ কবির গণমাধ্যম কর্মীদের বলেন, শুনেছি ধলই সীমান্ত দিয়ে বিএসএফ ৬ জনকে পুশইন করেছে। তাদেরকে বিজিবি আটক করেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।