
বিপ্লব দাশ, বান্দরবান প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি পরিবেশ সুরক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (২৫ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “পরিবেশ রক্ষা করা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়সহ সমাজের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।” তিনি প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে এর ব্যবহার রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।