
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা।
২৫ জুন বুধবার সকালে সদর হাসপাতালের সামনে ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ের পথচারী, অটোরিকশার যাত্রী-চালক, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।
এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক জানান – আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা ডেঙ্গু রোগ প্রতিরোধে ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে, জনসাধারণের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এই লিফলেটগুলোতে ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে।
বিশেষ করে, হাসপাতাল, স্কুল-কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। কারণ, এসব এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এই কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে তাদের বাড়িঘর এবং আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা হচ্ছে, যা ডেঙ্গু রোগের বিস্তার রোধে সহায়ক হবে। তাছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের অবহিতকরণ কর্মশালা অচিরেই বাস্তবায়ন করবে সংগঠনটি।
এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।