নাটক বানিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতার রোষানলে সাদ্দাম মাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট এবং নাটক বানিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা সাদ্দাম মালের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল ইসলাম অন্তর। সম্প্রতি সাদ্দাম মালের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‌‘মালব্রো ইন্টারটেইনমেন্টে’ রেষা রেষি, নামের একটি নাটক রিলিজ পেয়েছে। এবং সেই নাটকের কিছু দৃশ্যের সাথে কাল্পনিকভাবে তার ব্যক্তিগত জীবনের সাথে মিলে যাওয়ার অভিযোগ করেছেন এ নেতা। তবে সাদ্দাম মাল বলছেন, নাটকে কারও নাম বা দলের নাম ব্যবহার করিনি আমরা। কিন্তু কেউ যদি গল্পের কোনো চরিত্র জোর করে গায়ে নিয়ে আমাদের দোষারোপ করে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এ ঘটনায় আমি খুবই বিব্রত। এ ঘটনায় অভিনেতা সাদ্দাম মাল অন্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

বৃস্পতিবার (২২ মে) কলাপাড়া উপজেলা আদালতের আইনজীবী জেড এম কাওসার এ নোটিশ পাঠিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদ্দাম মালের পক্ষে ইতিবাচক লেখালেখি করছেন তার ভক্ত সমর্থকরা।

নোটিশে অভিনেতা সাদ্দাম মালকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আমার মোয়াক্কেল ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এবং তিনি জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি উপজেলার রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।

নোটিশে আরও বলা হয়, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন নোটিশ দাতা। এই পরিপ্রেক্ষিতে ‘রেষা রেষি’ নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।

নোটিশে নাট্যাংশটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে বলা হয়, এটি নোটিশ দাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতির কারণ হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ কবির বলেন, সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়ার কেউ নয়, এছাড়াও যে নাটকটি ঘিরে অভিযোগ উঠেছে সেই নাটকটি আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচার হয়নি। এ বিষয়ে অভিযোগকারী রবিউল আউয়াল অন্তরের সঙ্গে কথা বলে বিষয়টি তাকে জানিয়েছি।

অভিনেতা সাদ্দাম মাল বলেন, আমরা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে উদ্দেশ্য করে গল্প তৈরি করি না। আমাদের নাটকের গল্পগুলো থাকে সব কাল্পনিক, আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কারও নাম ইস্যু করে অভিনয় করি না। আমাদের অভিনয়গুলো যদি কারও জীবনের সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপরাধী তাহলে তারতো ভালো হয়ে যাওয়া উচিত। এর আগেও এ রকম একাধিক নাটক আমাদের রিলিজ হয়েছে, যেখানে দেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা গল্প তৈরি করেছি। কিন্তু কখনোই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের নাম ব্যবহার করিনি। আমাদের গল্পের শুরুতেই লেখা রয়েছে এটি একটি কাল্পনিক গল্প।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক রবিউল ইসলাম অন্তর বলেন, সাদ্দাম মালের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, কিন্তু সে আমার সাথে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে তার তৈরি একটি নাটকে আমাকে অসম্মান করেছে। সেজন্য আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা  নিয়েছি।  তার নাম বা কোনো দলের নাম উল্লেখ করা হয়নি নাটকে এমন প্রশ্নের উত্তরে অন্তর বলেন, নাম না বল্লে কি হবে এটা তো বোঝাই যাচ্ছে যে এসব কথা আমাকে নিয়ে বলা হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button