
কাজী নূরনবী নাইস,জেলা প্রতিনিধি নওগাঁঃনওগাঁয় শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন জেলা প্রশাসক। ৭ জানুয়ারী রোজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫শত অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবীন শীষ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা আশেকুর রহমান, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা প্রকৌশলী মাহবুবর রহমান বাংলাদেশ সংযুক্ত ফেডারেশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার আজিজুর রহমান বহুমুখী শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃত্ববৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। নওগাঁ বাংলাদেশ সংযুক্ত ফেডারেশন ও বহুমূখী শ্রমিক ফেডারেশনের ৫শত অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।