মোঃতানজীদ হোসেন,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে দুই পরিবার নিঃস্ব।
২৩ ডিসেম্বর(সোমবার) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় পাঁচবিবি উপজেলার বাগাজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর(তুরিপাড়া) গ্রামে আগুন লেগে শ্রী মোনা চন্দ্র মহন্তের ছেলে শ্রী প্রশান্ত চন্দ্র ও শ্রী পিয়াস চন্দ্র মহন্তের বসতবাড়িতে আগুন লেগে পুড়ে নিঃস্বহ হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায় সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় হঠাৎ বিদুৎতের মিটার থেকে আগুনের সুত্রপাত শুরু হয় তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে কে জানালে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগজানা ইউনিয়নের ইউপি সদস্য আরিফ হোসেন জানান বিদ্যুৎতের মিটার থেকে আগুন লাগে এবং দুই ভাইয়ের টিনশেটের ঘর হওয়ায় দূত আগুন ছড়িয়ে পড়ে এতে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের ইনচার্জ কামরুল হাসান জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি
1