পিরোজপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশ সুপারের ঘুরে ঘুরে মন্দির পরিদর্শন

পিরোজপুর জেলা প্রতিনিধি:আজ শনিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা শহরের আখড়াবাড়ি দূর্গা মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্ম কর্তাবৃন্দ এ সময় তার সাথে পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দরাও ঘুরে ঘুরে মন্দির পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য সরকারি কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন আপনারা পূজা করেছেন সেই সাথে মন্দিরের পরিবেশ যাতে কোনোরূপ বিঘ্নিত না হয় এক জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন। যারা পূজায় কোনোরূপ বিঘ্ন ঘটানোর চেষ্টা করবেন তাদেরকে ছাড় দেয়া হবে না। এ সময় পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রধান সদস্য রতন চক্রবর্তী বলেন আমাদের এখানে এখন কোনো সমস্যা নেই। আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের এগিয়ে আসতে দেখে দূর্গাপূজা করার জন্য একটি পরিবেশ তৈরি করতে পেরেছি। এবং আমরা সকলেই পূজায় অংশগ্রহণ করে উদযাপন করতে চাই।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button