সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

কাজী নূরনবী জেলা প্রতিনিধি নওগাঁঃ সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করেছে।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।
৫ ই অগাস্ট কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের  পর থেকেই আওয়ামী লীগের  মন্ত্রী প্রতিমন্ত্রী সাংসদ ও প্রভাবশালী নেতারা একের পর এক গ্রেফতার হচ্ছেন, সর্বশেষ গ্রেফতার হলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে কোন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা কিছু উল্লেখ করেননি,পরে জানানো হবে বলেছেন জানিয়েছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম, তিনি বলেন বর্তমানে ঢাকা মিন্টু রোড ডিবি প্রধান কার্যালয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন।

সাবেক খাদ্য মন্ত্রীর সাধন চন্দ্র মজুমদার  ছাত্র জীবনে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতি শুরু করে পরে এক সময় নওগাঁর নিয়ামতপুর নিজ এলাকায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোন এবং পরে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এবং তার পরবর্তীতে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের শেষ দুই মেয়াদে খাদ্যমন্ত্রী দায়িত্ব পেয়ে থাকেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button