শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে পূজার জন্য অনুদান প্রদান করা হয়েছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন। সভায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেহেদী হাসান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজীর আহমেদ টিটো, সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, জাতীয় হিন্দু মহাজোটের সহ সভাপতি বাবু গৌরাঙ্গ বিশ্বাস, পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কেন্দ্রীয় জয় কালি বাড়ী মন্দিরের উপদেষ্টা গোবিন্দ চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মানিক সাহা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া,
কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইন্জিঃ শহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সেনা কর্মকর্তা মেজর মেহেদী হাসান তার বক্তব্যে জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পূজা উদযাপনের সময় স্বেচ্ছাসেবক দল গঠন করে পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ টিটো সভায় বলেন, “দুর্গা পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণসহ পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মণ্ডপে নিরাপদ কমিটি গঠন করা হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনও পূজা উদযাপনের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সরকারি ও ব্যক্তিগত অনুদান প্রদান দুর্গা পূজা উপলক্ষে কালিহাতী উপজেলার ১৫৬টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেন। এছাড়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির নেতা বেনজির আহমেদ টিটো তার ব্যক্তিগত উদ্যোগে পূজারীদের জন্য এক লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেন।
সার্বজনীন উৎসব ও সম্প্রীতির বার্তা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “দুর্গা পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন সম্প্রীতির প্রতীক। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এই পূজা উদযাপন করতে হবে।” তিনি আরও বলেন, কালিহাতী উপজেলা প্রশাসন প্রতিটি পূজামণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
উল্লেখ্য, কালিহাতীতে এ বছর মোট ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন।