মাগুরার শ্রীপুরে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন।

জিয়াউর রহমান, মাগুরা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর শনিবার  দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের হলরুমে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক বর্ধিত সবার আয়োজন করা হয়।
সংগঠনটির আহবায়ক নাজমুল হাসান মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচ, এন কামরুল ইসলাম, প্রধান আলোচক সংগঠনটি সিরিয়ার সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর সদস্য সচিব খন্ধকার  নজরুল ইসলামের সঞ্চালনায়। দুপুর দুইটাই প্রোগ্রামটি শুরু হয়ে দীর্ঘ ২ ঘন্টা ব্যাপী এই প্রোগ্রামে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর্যালোচনা শেষে।
মাগুরা রিপোর্টার্স ইউনিটর শ্রীপুর উপজেলা কমিটির দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ থাকায়, উপজেলা কর্মীদের দাবির মুখে উপস্থিত নির্বাচনের মাধ্যমে দৈনিক গণমুক্তি পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম টোকনকে  সভাপতি  ও দৈনিক সকালের সময় পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের কার্যকারী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন
সহ-সভাপতি -মিরাজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মুন্সি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, প্রচার, প্রকাশনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অমেলেন্দু সরকার, কার্যকরী পরিষদ সদস্য কাজী তুহিন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (পাপ্পু) ও সালাউদ্দিন শিমুল।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button