নওগাঁয় ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

 

কাজী নূরনবী ,জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কুতুবউদ্দিন মহাদ্বয়ের নির্দেশে নওগাঁ মাদক মুক্ত করার লক্ষ্যে আজ সকাল ১১ টায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর ইনচার্জ মোঃহাসমত এর নেতৃত্বে এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর ও তাদের সংগীয় ফোর্স সহ অদ্য ইং-১৪/০৯/২০২৪ তারিখ ২১.১০ ঘটিকার সময় নওগাঁ সদর থানাধীন কুমুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ মাহাবুব রহমান (৩৩) পিতা-মোঃ হানিফ আলী, সাং-ছোটখাটামারী,থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম ও মোঃ সম্রাট হোসেন (২৮), পিতা-মোঃ বাবু হোসেন, সাং-কৃত্তিপুর,থানা-নওগাঁ সদর, জেলা -নওগাঁ আসামি দুই জন গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু পক্রিয়াধীন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button