জিয়াউর রহমান,মাগুরা প্রতিনিধি :মাগুরায় নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা’র সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্সস মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ মাগুরা । এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান,সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক,সাংবাদিক আব্দুল হাকিম,সাংবাদিক লিটন ঘোষ,সাংবাদিক শরীফ তেহরান টুটুল,সাংবাদিক রূপক আইচ,সাংবাদিক শরীফ স্বাধীন,সাংবাদিক কাজী আশিক রহমান,সাংবাদিক ফয়সাল পারভেজ ও সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। সভায় সাংবাদিকরা জেলার আইন শৃঙ্খলা রক্ষা,মাদক,গ্রাম্য দলাদলি,সড়কের শৃঙ্খলা,চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান । নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,আমি ২৫তম বিসিএস শেষ করে পুলিশে যোগদান করি। মাগুরা জেলায় আমি নতুন এসেছি। এর আগে আমি নারায়নগঞ্জ জেলার নৌ পুলিশ সুপার হিসাবে কাজ করেছি। আপনারা আমাকে জেলার আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক সহযোগিতা করুন যাতে আমি মাগুরা জেলাকে একটি নতুন পরিচ্ছন্নমুক্ত শৃঙ্খল পরিবেশে আনতে পারি।কারণ জেলার শৃঙ্খলা মানেই ভালো পরিবেশ ,উন্নত রাষ্ট। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন,আপনারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের প্রতি জোর দেন। একটি বস্তুনিষ্ট সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। মত বিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
3