ধামরাই ইনসেপটা কারখানায় শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটি ক্যালসের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১৮ দফা দাবিতে বিক্ষোভ করেছেন।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে তিনটা দিকে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে।
শ্রমিকরা জানান, কারখানায় স্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয় না। তারা প্রাপ্য ছুটি কাটাতে পারেন না। এছাড়াও কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তারা। অন্যদিকে অস্থায়ী ডিএমসি (দৈনিক, মাসিক ও ক্যাজুয়াল) শ্রমিকরা স্থায়ী হতে পারেন না ও তাদের বেতন ৮,৫০০ টাকা দেওয়া হয়। তারাও নানা সুবিধা থেকে বঞ্চিত হন। এসবের জেরে কর্তৃপক্ষের কাছে ১৮ দফা দাবি জানিয়ে সম্প্রতি স্মারকলিপি দেন শ্রমিকরা। তবে দাবি মানতে নানা টালবাহানা করছিল কর্তৃপক্ষ। এরই জেরে সোমবার বিকেলের দিকে দিনের ডিউটি শেষে কারখানার ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি দাওয়া তুলে ধরেন তারা। এরমধ্যে শ্রমিকদের বেতন ৮,০০০ থেকে ১৮ হাজার করার দাবি ছিল আন্দোলনকারীদের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি চলতে থাকে। রাত আড়াইটার দিকে কর্তৃপক্ষ বেতন ১৪,০০০ করাসহ সব দাবি মেনে নেন। এরপর শ্রমিকরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করেন।
কেমিক্যাল সেকশনের একশ্রমিক বলেন,বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত আন্দোলন করেছি আমরা। অবশেষে অফিসাররা দাবি মেনে নিয়েছেন। তাই আন্দোলন প্রত্যাহার করেছি।
এদিকে শ্রমিকদের এ বিক্ষোভ চলাকালে সন্ধ্যার দিকে কারখানা ফটকের সামনেএসে অবস্থান নেন বিএনপির স্থানীয় অর্ধ শতাধিক নেতাকর্মী। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলন চলাকালে সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। আন্দোলন এখন আর চলছে না।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button