মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল শনিবার সকাল ১১ টায় ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াতে ইসলামী মাগুরা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামাতের আমীর এমবি বাকের । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ,অধ্যাপক আশরাফ উসাইন, শালিখা জামায়াতের আমীর আলমগীর হোসেন,মহম্মদপুর জামায়াতের আমীর কবির হোসেন,মাগুরা সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন,পৌর আমীর আশরাফুল আলম প্রমুখ। সমাবেশে বক্তব্য অন্যায় অবিচার,জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর আহবান জানানো হয়। তাছাড়া ভারভীয় আগ্রাসন থেকে দেশকে রক্ষা ও জেলা-উপজেলার নেতাকর্মীদের সন্ত্রাস এবং সহিংতার রুখতে জামায়াতের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানানো হয়। সমাবেশে শেষে নোমানী ময়দান থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্প্রীতি সমাবেশের এ মিছিলে মাগুরা জেলার ৪ উপজেলার ৫ শতাধিক জামায়াতের নেতাকর্মীরা অংশ নেয়
3