কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। ‘মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কোন শিশু পিছিয়ে না থাকুক’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে একটি র্যালী বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে। পরে প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক’র সভাপতিত্বে এক আলোচনা সভা সঅনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদ খাঁন, ফজলুল হক সুমন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপরি মো. ওমর ফারুক ও সামাজিক সুরক্ষা কমিটি (সিপিসি) এর সদস্য সুমন চন্দ্র দেউরীসহ আরোও অনেকে। বক্তারা মানবপাচার রোদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন ইপজিয়া প্রোজেক্ট’র প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।