ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ সংবাদদাতা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু’র বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জে জুতা ও ঝাড়ু মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া স্বৈরাচার ও খুনি হাসিনার সহযোগী হিসেবে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বৃধবার (২৮ আগষ্ট) বিকালে করিমগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঝাড়ু, জুতা ও চুন্নুর কুশপুত্তলিক হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে করিমগঞ্জ সরকারী মহাবিদ্যালয়ে জড়ো হন।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে ঝাড়ু মিছিল বের করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শুরু হওয়া মিছিল থেকে মুজিবুল হক চুন্নুর বিচার চেয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক সানাউল হকের বিচার চেয়েও নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সাবেক করিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন, করিমগঞ্জ উপজেলা পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে স্বৈরাচার ও খুনি হাসিনার সহযোগী হিসেবে মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করে খুনি হাসিনার সবক’টি ভোটারবিহীন নির্বাচন আয়োজনে সব সময় সহযোগী হিসেবে কাজ করেছেন। চুন্নু তার নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইলে দখলদারিত্ব কায়েমের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে গেছেন।