ধামরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ২৯তম( বিসিএস)ব্যাচের মমতাজ বেগম।
রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি প্রশাসক হিসেবে ধামরাই পৌরসভা কার্যালয়ে অফিস করেন।
মমতাজ বেগম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যাবদ্ধ। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। পৌরবাসীকে সঙ্গে নিয়ে দূর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে।পৌরসভা কোথায় কোন অন্যায় হলে বা নিয়মের ব্যাকতয়  ঘটলে প্রথমে আমাকে জানাবেন, কেউ কোন কাজে ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোকসেদ, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, শিখা আক্তার, শিউলী বেগম, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট  অন্তর্বর্তী সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হলে, ধামরাই পৌরসভায় নবনিযুক্ত প্রশাসককে নিয়োগ দেওয়া হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button