বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার দেবেন ইরফান সাজ্জাদ, প্রয়োজন দক্ষ টিম

বিনোদন ডেস্ক: আকস্মিক বন্যায় ডুবেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশের বেশ কিছু অঞ্চল। তার মধ্যে ৬ জেলায় মোট ১ লাখ ৮৯ হজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাহার ২৪৮ জন।

এসব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো বেশ কঠিন হয়ে পড়ছে। পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিডবোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধারের আকুতি জানিয়েছেন।

 

আর তাদের সেই আহ্বানে সাড়া দিয়েছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি হেলিকপ্টার ভাড়া দিতে চাইলেও দাবি জানান দক্ষ রেসকিউ টিমের।

 

ইরফান সাজ্জাদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দক্ষ কোনো রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’

সেই স্ট্যাটাসের পর মন্তব্যের ঘরে অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, কেউ কি নাই? সবাই দক্ষ টিম খুঁজেন। ভাইয়া রেড ক্রিসেন্টের সাথে যোগাযোগ করেন।

 

অন্য একজন বললেন, যেভাবে পানি বাড়ছে কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ফেনী জেলাই পানির নিচে তলাই যাবে। অন্য জেলার সাহায্য কামনা করছি, আল্লাহ রহম করুন!

 

বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি (কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার), ৪৩ উপজেলা বন্যা প্লাবিত, ৬ জেলায় মোট ১ লাখ ৮৯ হজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ১ (এক) জনের মৃত্যু হয়েছে।

 

সময়ের সঙ্গে সঙ্গে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার নোয়াখালীতে ভাসছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি হাজার হাজার মানুষ। তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button