বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়ে কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরি সভা।

আগেই জানা গিয়েছিল আজকের সভায় পদত্যাগ করবেন পাপন। সভা শুরু হওয়ার পরই জানা যায়, দীর্ঘ এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন।

এদিকে আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button