জহিরুল ইসলাম,পটুয়াখালী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক ও হাজী আক্কেলআলী কলেজের মেধাবী শিক্ষার্থী মিরাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিরাজ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি সম্পন্ন করে।
শনিবার (১৭ আগস্ট) সকালে কুয়াকাটা – পটুয়াখালী – বরিশাল মহাসড়কের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী আবুল কালাম আজাদ, মিরাজের বড় ভাই মহিউদ্দিন বেলাল, শাহিন হাওলাদার ও ছাত্র প্রতিনিধি মাহাদী হাসান গালিব।
গত ১৩ আগস্ট রাতে সমন্বয়ক মিরাজ ইমতিয়াজের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
বিক্ষোভ থেকে এ জঘন্য সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবী জানান সমাবেশের বক্তারা। সকল ধরনের সন্ত্রাসী,
বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা।