জাফর ইকবাল অপুঃ ছাত্র-জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে তারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় সংগঠনটির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পরে ক্যাম্পাস থেকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা সেখানে ৪টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
১.ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
২.সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিক দলগুলোর ‘পরিকল্পিত হত্যা-ডাকাতি-লুণ্ঠনের’ মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানকালে হামলা-মামলা-হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছেন তাদের অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা এ বিষয়ে বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। চব্বিশের পরাজিত শক্তিরা এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার পাঁয়তারা করছে। রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। যারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাত্ররা কঠোরভাবে প্রতিহত করবে।