কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনব্যাপী দফায় দফায় মিছিল ও সমাবেশ করেছে।

১৪ ও ১৫ আগস্ট কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (ভিপি রফিক)।

সমাবেশের প্রধান অতিথি, ঢাকা বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেনজীর টিটো তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম এবং মহিলা দলের সভানেত্রী ছালমা আক্তার।

প্রধান অতিথি বেনজীর টিটো সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী থানার অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি কালিহাতী সদরে অবস্থিত কেন্দ্রীয় জয় কালি মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button