জাফর ইকবাল অপু,খুলনা প্রতিনিধি: খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে পুলিশ সুপার, খুলনা রেলওয়ে জেলার পক্ষ থেকে শনিবার দুপুরের খাবার বিতরণ করেন।
ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে এক বেলা আহারের ব্যবস্থা করেন খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
পুলিশ সুপার, খুলনা রেলওয়ে জেলার উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শনিবার দুপুর বেলা হতে খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।