মাগুরার শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

জিয়াউর রহমান, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার  ইনচার্জ শেখ তাসনীম আলম, ভাইস চেয়ারম্যান  বাবুল রেজা, নারগিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি
 চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়জুর রহমান লাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুসহ অন্যরা।
সভায় বক্তারা দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button