মো: সাগর হোসন,বেনাপোল প্রতিনিধি: বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউল ইসলামের উপর অজ্ঞাতনামা দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পেচোর বাওড় নামক স্থানে দুর্বৃওরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফীউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করেন। মানববন্ধনে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাফিউলের উপর হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করতে না পারলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।