আনোয়ার হোসেন, নীলফামারী প্রতিনিধি: বুধবার (২২ মে) দুপুর ১২ টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে আগুন লেগে ৫ দোকান সহ ৪০ লাখ টাকার ক্ষতি হয়।
চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে এ অগ্নিকাণ্ডটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মার্কেটের আইডিয়াল হোমিওপ্যাথিক হল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়। এবং মূহুর্তের মধ্যে আশেপাশের দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হোমিও হল সহ মার্কেটের বৈশাখী সুইটস, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকানের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈশাখী সুইটস এর মালিক সুশান্ত জোয়ার্দার বলেন, আমার প্রতিষ্ঠানের পাশে বন্ধ থাকা আইডিয়াল হোমিও হলের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় এবং নিমিষেই আমার দোকানে আগুন ছড়িয়ে পরে। ৭ টি ফ্রিজ,মিষ্টি তৈরির আসবাব পত্র, নগদ অর্থ সহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ পূড়ে গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘আগুনে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে।
4