মহাদেবপুরে ধানক্ষেত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ই মে) সকালে উপজেলার চেরাগপুর ইউনিয়নের ইটাখোর আদিবাসি পাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম হরেন পাহান (৩৮) তিনি ওই গ্রামের মৃত মানিক পাহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে হরেন পাহান মদ্যপ অবস্থায় বাসায় ফেরে। এ সময় হরেন মাতলামো করায় তার স্ত্রী জলমনি ও হরেনের ভাই নরেন লাঠি দিয়ে হরেন কে মারধর করে এবং বাড়িতে ঢুকতে বাধা দেয়। এরপর থেকে হরেন সারারাত বাড়ীর সামনেই পড়েছিল। শনিবার ভোরে বাড়ীর অদূরে ধানক্ষেতে হরেনের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় হরেনের মাথায় আঘাতের চিহ্ন ছিল ও বাম পায়ের কিছুটা অংশ শিয়ালে খেয়ে নিয়েছে বলে তারা ধারণা করছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হরেনকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, হরেনের মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং বাম পায়ের কিছুটা অংশ শিয়ালে খেয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button