জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ২৮৮ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি এ্যাম্বুলেন্স সহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম। এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মিদের জানান, গত (১৭মে) শুক্রবার সন্ধা ৭.৩০ মিনিটে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি হাইচ এ্যাম্বুলেন্স তল্লাশী চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন, মোঃ ছানোয়ার হোসেন@সানি(৩৭), পিতা-মোঃ বাদশা মিয়া, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-দেড়গ্রাম, ইউপি-জাগির ও মোঃ হৃদয় মিয়া(১৯), পিতা-মোঃ মন্টু মিয়া, মাতা-মোছাঃ সেফালী বেগম, সাং-দক্ষিন বিল ডাউলি, ইউপি-গড়পাড়া, উভয়ের থানা ও জেলা-মানিকগঞ্জ।
আটককৃত আসামী পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ ছানোয়ার হোসেন@সানি(৩৭) এর বিরুদ্ধে একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে