সাবরীন জেরীন:“ স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮এপ্রিল) সকালে দিবসটি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবি ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভায় সিনিয়ার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজ্যিট্রেট সহ জেলা লিগ্যাল এইড কমিটি, বিচারক ও আইনজীবি বৃন্দ উপস্থিত ছিলেন।