কাজী নুরনবী.নওগাঁ। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ এপ্রিল রোববার জেলা লিগ্যাল এইড কমিটি,নওগাঁয় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ও নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আবু শামিম আজাদ। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আবু শামিম আজাদ ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রাজজ আব শামীম আজাদ,নারী ও শিশু নির্যাতন ট্রাইবোনাল ২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিস্বনাথ মন্ডল,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ, জেলা প্রশানের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল করিম, জেলা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন মোঃ গাজীউর রহমান,ডেপুটি সিভিল সার্জন,মনির আলী আকন্দ, আইনজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ, পিপি আঃ খালেক, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম আইভীন আক্তার প্রমুখ।