হিলিতে চাষীদের মাঝে আউশ ধানও পাট বীজ বিতরণ

মোঃনুরুজ্জামান হোসেন হিলি : ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভা এলাকা ও ৩ টি ইউনিয়নের  ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও ৫০ জন কে ১কেজি পাটবীজ  বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন হল রুমে উপজেলা কৃষি অফিসার  মোছাঃ আরজেনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায়  উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার,  হাকিমপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা অমিত রায়,  পল্লীউন্নয়ন  কর্মকর্মকর্তা  গোলাম রব্বানী ।

পবিত্র কুরআন তেলাওাত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর পর শুভেচ্ছা বক্তব্য রাখেন হাকিমপুর কৃষি  অফিসার মোছাঃ  আরজেনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরে  পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী  হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার,   হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়  বক্তব্য দেন।
হাকিমপুর উপজেলার ৪০০ জন কৃষককে ১০কেজি আউস ধান বীজ ও ১কেজি পাট বীজ বিতরণ করা হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button