দিনাজপুর ঘুঘুডাঙ্গা হাফিজিয়া ক্কারীয়ানা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

শান্তনা মহন্ত, দিনাজপুর প্রতিনিধি: গত ১৯ এপ্রিল দিনাজপুর সদরের দক্ষিণ কোতোয়ালি এলাকার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা হাফিজিয়া ক্কারীয়ানা মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ী  প্রদান ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কামরুল হাসান চৌধুরী ববিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ ও জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আহসান হাবিব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল, চেয়ারম্যান ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ, মোঃ আসফাক হোসেন সরকার প্যানেল চেয়ারম্যান -২, জেলা পরিষদ দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন হামিদুর রহমান, সাধারণ সম্পাদক ঘুডাঙ্গা হাফিজিয়া ক্কারীয়ানা মাদ্রাসা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আলহাজ্ব মোশারফ হোসেন, আলহাজ্ব ফারুক চৌধুরী, আলহাজ্ব আব্দুল মান্নান,  আলহাজ্ব আজগার আলী সহ প্রমূখ । তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাব্বির আহমদ মাহমুদী (পাবনা), দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোঃ শাহাদাত হোসাইন ও তৃতীয় বক্তা হিসেবে হাফেজ মোঃ হাবিবুর রহমান, মোহতামিম, ঘুঘুডাঙ্গা হাফিজিয়া ক্কারীয়ানা মাদ্রাসা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঘুঘুডাঙ্গা আমার জন্মস্থান, এই এলাকার যত মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পরকালের দায়িত্ব হিসেবে আমি এ দায়িত্ব পালন করতে চাই। আল্লাহ যেন আমাকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতে তৌফিক দান করেন, আমিন। বিশেষ অতিথি মোঃ আশফাক হোসেন সরকার তাৎক্ষণিক মাদ্রাসায় এক লক্ষ টাকা প্রদান এর অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button