মোকছেদুল ইসলাম নওগাঁ : নওগাঁর পত্নীতলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা -২০২৪ এর শুভ উদ্ধোধন ও ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে ৫২৭০জন কৃষককে প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধান, পাটবীজ,ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২০ এপ্রিল বেলা ১২ টায়, এ মেলার উদ্ধোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ-পপি খাতুন,, উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুর হক, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মশিউর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খান, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার গণ,এবং নজিপুর প্রেসক্লাব সভাপতি মোঃফরহাদ হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখা সভাপ্রতি মোকছেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার কাজল, মোঃ রুপল হোসেন প্রমুখ।
4