বগুড়ায় স্বামীকে আটক রেখে স্ত্রীকে গণধর্ষণ ৫ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :স্বামীর সঙ্গে যমুনা নদীর পাড়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার গৃহবধূ। আজ ভোর রাত্রে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্র জানা যায় গতকাল ১৮ই এপ্রিল দুপুর আনুমানিক দুই ঘটিকার সময় বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকা ভাড়া বাসা হইতে বের হয়ে সারিয়াকান্দি উপজেলা যমুনার নদীর পাড়ে ঘুরে ফিরে বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার চন্দন বাইসা বগুড়া সড়কের পোড়াদহ ব্রিজের পূর্ব পাশে নামক এলাকায় সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় পাঁচজন ব্যক্তি ভিকটিম ও স্বামীকে আটক করে ও ধারালো চাকুদেখিয়ে হাত পা বেঁধে গন ধর্ষণ করে ।

এই ঘটনায় গাবতলী মডেল থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে পাঁচ জন ধর্ষকের নামে মামলা দায়ের করে।

ওই রাতেই গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে ও তদন্ত শুকুর আলী সঙ্গীও ফোর্স নিয়ে পাঁচজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার কৃতরা হলেন। ১। মোঃ রাব্বি (২৪), পিতা-মোঃ শাহিন, ২। মোঃ আব্দুল অহেদ (২১), পিতা-মোঃ মোস্তাফিজার রহমান, ৩। মোঃ হৃদয় (২১), পিতা-মোঃ আলম, সকলের সাং-মহিষাবান মধ্যপাড়া, ৪। মোঃ নুর আলম @ নিশাদ (২২) পিতা-মোঃ ওয়াজকুরানী সাকিদার, সাং-মহিষাবান চকমড়িয়া, ৫। মোঃ কাউছার (২১), পিতা- মোঃ জাহিদুল ইসলাম সাং-মহিষাবান মধ্যপাড়া সকলের থানা গাবতলী জেলা বগুড়া।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কথা বললে জানান,গণধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের মামলা রযু হওয়ার পর আজ ভোর রাত্রে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমের ধর্ষণ সংক্রান্তে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button