মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী মো. ইমদাদুল হক, এলজিইডির সহকারি প্রকৌশলী সৈকত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, ইঞ্জিনিয়ার রাহেনুল হক লুসা, অজিত কুমার মন্ডল প্রমুখ। শেষে ৭ হাজার ৩৭০ জন কৃষকের মাঝে আউশ চাষের জন্য, পাট চাষের জন্য ৭০ জন ও পিঁয়াজ চাষের জন্য ৯০ জনসহ ৭ হাজার ৫৩০ কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
7