পদ্মা নদীতে ট্রলারযোগে ছিনতাই কালে পুলিশের হাতে ৩ ছিনতাই আটক

মহসিন উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি: পালের বাজার সংলগ্ন পদ্মা নদীতে ডহুরী খান সংশ্যা সিডারচর নামক স্থানে ৩ জন ছিনতাইকারী ১টি ইঞ্জিন চালিত ট্রলারযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌযান শ্রমিকদের নিকট থেকে জোরপূর্বক টাকা পয়সা আদায় কালে পুলিশের হাতে আটক হয়েছে।

এজাহার সূত্রে জানা যায় যে, শরীয়তপুর জাজিরা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁডির পুলিশ পরিদর্শক (নিঃ) ইনচার্জ মোঃ জসীম উদ্দিন শুক্রবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট নৌ পুলিশ ফাড়ির জিডি নং-১০৪ মূলে সঙ্গীয় এএসআই (নিঃ) ফরিদ আহম্মদ, কনস্টেবল মোঃ আবু সাঈদ, কনস্টেবল জাহাঙ্গীর আলম,কনস্টেবল কাউছার মোল্লাসহ ফাড়ির অধিক্ষেত্রে অভিযান পরিচালনা কালে ডহুরী খান সংশ্যা সিডারচর নামক স্থানে ৩ জন ছিনতাইকারী ১টি ইঞ্জিন চালিত ট্রলারযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌযান শ্রমিকদের নিকট থেকে জোরপূর্বক টাকা পয়সা আদায় করছে। তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্সসহ সরকারী স্পীডবোট যোগে রওনা দিয়ে ৯টা ১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছি। পুলিশের উপস্থিতি দেখে হিনতাইকারী দল পালানোর চেষ্টাকরে কিন্তু দ্রুতগতি সম্পন্ন স্পীডবোটের সাথে তাদের ইঞ্জিন চালিত ট্রলার সমকক্ষ না হওয়ায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় মুন্সীগঞ্জ জেলার লৌহজৎ থানার শামুরবাড়ী এলাকার –মৃত হোসেন মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), একই এলাকার মৃত হোসেন মাদবরের ছেলে আল আমিন (২২), ও কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)।

আসামীগণ নৌপথে চলাচলরত নৌযান শ্রমিকদের নিকট থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করে পেনাল কোড ১৮৬০ এর ৩৯২ ধারা মোতাবেক অপরাধ করেছেন বিধায় তাদের বিরুদ্ধে উক্ত ধারা মোতাবেক একটি মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, ধৃত ১নং আসামী রুবেল মাদবর (৩০) এর বিরুদ্ধে ১। লৗহজং থানার মামলা নং-২/১২ তারিখ-০৫/০২/২০২১ খ্রি ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/৫০৬ পেনাল কোড। ও ২। লৌহজং থানার মামলা নং-১০/২০৪ তারিখ- ১০/১২/২০২০ ফ্রি ধারা-৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড ৩। লৌহজং থানার মামলা নং-২/২ তারিখ-০৩/০১/২০২০ খ্রিঃ ধারা-৩৮৫/৩৮৬/৩৮৭ পেনাল কোড।
৪। লৌহজং থানার মামলা নং-১/২৮৫ তারিখ-০১/১২/২০১৯ খ্রি ধারা-৩৮৫/৩৮৬/৩৮৭/৩৮৮ পেনাল কোড ৫। লৌহজং থানার মামলা নং-১৬/১৮২ তারিখ-২৪/০৭/২০১৯ খ্রি ধারা-৩৮৫/৩৮৬ পেনাল কোড।
ও ধৃত ২নং আসামী আল আমিন (২২) এর বিরুদ্ধে ১। লৌহজং থানার মামলা নং- ১০/২০৬ তারিখ- ১০/১২/২০২০ ফি ধারা-৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড, ২। লৌহজং থানার মামলা নং-১৬/১৮২ তারিখ-২৪/০৭/২০১১ ধারা-৩৮৫/৩৮৬ পেনাল কোড এবং ধৃত ৩নং আসামী মাসুম ঢালী (৪০) এর বিরুদ্ধে ১। লৌহজং থানার মামলা নং-২/১২ তারিখ-০৫/০২/২০২১ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ (২)/৫০৬ পেনাল কোড মামলা রয়েছে।
গ্রেফতার কালে আসামীদের দখল থেকে (ক) ০১টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের ট্রলার যার দৈর্ঘ্য ২৬ হাত, প্রস্থ ৪ হাত, যাতে ২৮ হর্স পাওয়ার পুরাতন ইঞ্জিন যুক্ত আছে। মূল্য অনুমান ৪০,০০০/-টাকা (খ) লোহার তৈরী ১টি চাপাতি যার দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, (গ) লোহার তৈরী কাঠের বাট যুক্ত ১টি ছুরি যার দৈর্ঘ্য ২২ ইঞ্চি (ঘ) নগদ ৮০০/- (আটশত) টাকা যারমধ্যে ৩টি ২০০ টাকার নোট উদ্ধার করা হয়।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button