চট্টগ্রাম অভিভাবক ফোরামের ইফতার মাহফিল

চট্টগ্রাম  প্রতিনিধি: চট্টগ্রাম অভিভাবক ফোরামের  উদ্যোগে নগরীর মিল্টন কনভেনশন হলে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অভিভাবক ফোরামের সদস্য সচিব ওহিদুন্নবী চৌধুরী বাবুর সঞ্চালনায় মর্তুজা কামাল মুন্সীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জানে আলম চৌধুরী,কাজী মাইন উদ্দীন,কাজী মোবারক হোসন,অধ্যক্ষ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম,ফিরোজ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিন্টু,মইনুল হোসন চৌধুরী,শওকত ওসমান,ফরহাদুল আলম,সাজ্জাদুল রিংকু,মোসলেহ উদ্দীন চৌধুরী,হেলাল উদ্দীন সহ অন্যান্যরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাবেক সভাপতি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ সেলিনা আখতার।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন চট্টগ্রাম অভিভাবক ফোরাম নিছক একটি সামাজিক সংগঠন নয়,এটাকে গঠন ও কল্যাণমুখী শিক্ষা বিষয়ক যেকোন উল্লেখযোগ্য কর্মকান্ড পরিচালনা করতে হবে।দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন ও কল্যাণমুখী জনগোষ্ঠীর সৃষ্টিতে বিরাট অবদান রাখতে হবে। সেজন্য সরকারের গৃহীত সকল পদক্ষেপ সফল করতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদ মধু।তিনি বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে যে সকল পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করতে চট্টগ্রাম অভিভাবক ফোরাম একযোগে সরকারের সাথে কাজ করবে।
ইফতার মাহফিলে চট্টগ্রাম অভিভাবক ফোরামে কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ সেলিনা আখতারকে অভিভাবক ফোরামে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button