বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের কামাল খাঁন (৫২) নামের এক ভুয়া ডাক্তার আটক করা হয়েছে। উপজেলা নয়মাইল হাট এলাকায় প্রাথমিক চিকিৎসালয়ে অভিযানে তাঁকে আটক করা হয়।তিনি নিজেকে এক জন গাইনি ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর আগে তিনি বি-ব্লক ম্যাক্স সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খায়রুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক শাহী, এস আই সমর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খায়রুল হাসান তথ্য মতে, শাজাহানপুর উপজেলার নয়মাইল প্রাথমিক চিকিৎসালয়ে অভিযান চালিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে ভুয়া ডাক্তার কামাল খাঁনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন২০১০ এর ২৯ ধারায় শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দয়ের করেন। শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(২) ধারা অনুযায়ী শাজাহানপুর মামলা রুজু করা হয়েছে। সোমবার ২৫ মার্চ কামালকে আদালতে পাঠানো হয়েছে
10