সোমবার (২৫ মার্চ) দুপুরে জানাজা শেষে মা ও মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তারা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার মৃত ছমির উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৬২) ও তাদের মেয়ে ছামিনা বেগম (২৮)।
পরিবার সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন আমেনা বেগম। রোববার রাতে অসুস্থ মাকে দেখে ও খাবার খাইয়ে স্বামীর বাড়িতে ফিরে যান মেয়ে ছামিনা বেগম। স্বামীর বাড়িতে পৌঁছানোর পর তিনি জানতে পারেন তার মা আর বেঁচে নেই। মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মেয়ে ছামিনা বেগম। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে মারা গেছেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে জানাজার নামাজ শেষে মা ও মেয়েকে তাদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।