ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুইজন  আহত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ দুইজন গুরুতর আহত হয়েছে৷
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলা বাস স্ট্যান্ড মোড়ে ভান্ডারিয়া থেকে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, উপজেলার পশ্চিম আওডা এলাকার আল-আমিন মুন্সীর ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার মুন্সী (২৫) এবং আমুয়া এলাকার সুনীল দাসের ছেলে আশিস দাস (৩২)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার বাস স্ট্যান্ড মোড়ের ব্যারাক অফিসের সামনের সড়কে কাঁঠালিয়া থেকে যাওয়া এবং ভান্ডারিয়া থেকে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তুষার নামের ব্যক্তিকে গুরুতর আহত হওয়ায় তাকে বরিশাল শেরই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর ব্যক্তিকে আমুয়া কমপ্লেক্স রাখা হয়।
এবিষয়ে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকারের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। সন্ধ্যার ঘটনা রাত ১০টার পরেও আপনি জানেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button